দৈনন্দিন জীবনে পানির প্রয়োজনীয়তা:
আমরা জানি, পানির অপর নাম জীবন। কৃষি, শিল্প, গার্হস্থ্য এবং পরিবেশ রক্ষণাবেক্ষণসহ মনুষ্যজীবনের সর্বক্ষেত্রেই পানির ব্যবহার অপরিহার্য। পানি ছাড়া আমরা এক মূর্হূত কল্পনা করতে পারি না। যেমন বাসাবাড়িতে, ফসল উৎপাদনে, কলকারখানা, ব্যবসাবাণিজ্য, বিদ্যুৎ উৎপাদন, এমনকি যানবাহন চলাচলের ক্ষেত্রেও পানির ব্যবহার করে থাকি। এক কথায় বলা যায়, ”যেখানেই জীবনের অস্তিত্ব আছে, সেখানেই পানির (জল) প্রয়োজনীয়তা আছে।”
পানি কি কি অবস্থায় থাকতে পারে?
জল বা পানির তিনটি অবস্থা: কঠিন (বরফ), তরল, এবং জলীয় বাষ্প।
পানির উৎস কয়টি?
পানির উৎস 2টি। 1.প্রাকৃতিক উৎস। যেমন- বৃষ্টি, নদী, সমুদ্র ইত্যাদি এবং 2.মানব সৃষ্ট উৎস। যেমন-পুকুর, দীঘি, খাল-বিল, কূপ, নলকূপ ইত্যাদি।
0 Comments