মেট্রো পূর্ণরূপ মেট্রোপলিটন বা নগর। মেট্রো রেল বলতে বোঝায় শুধুমাত্র টাউন বা সিটির মধ্যেই যে সমস্ত ট্রেন যাতায়াত করে। মেট্রো রেল একটি দ্রুত গণপরিবহন ব্যবস্থা। এই রেল ব্যবস্থাটি কোন বড় শহরকে কেন্দ্র করে নির্মিত হয়। যেমন- ঢাকা, খুলনা, ইত্যাদি।




বাংলাদেশে মেট্রো রেল চালু: বাংলাদেশের প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু ২৮ ডিসেম্বর ২০২২ইং । যা দিনটি ছিল বুধবার। বাংলাদেশে মেট্রো রেল উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠারের পর স্টেশন থেকে সবুজ পতাকা উড়িয়ে প্রথম ট্রেনটির যাত্রার সূচনা করেন। এটি চালু হয়, দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ পর্যন্ত। এটিই বাংলাদেশের সর্বপ্রথম মেট্রো রেল, যা ২৯ ডিসেম্বর ২০২২ইং জনসাধারণের জন্যে খুলে দেওয়া হয়। এমআরটি-৬ লাইনের। সর্বপ্রথম মেট্রো রেল চালু: ১৮৬৩ সালে প্রথম মেট্রো রেল লন্ডনে নির্মাণ হয়। যা লন্ডন আন্ডারগ্রাউন্ড নামে পরিচিত। এছাড়াও ভারতীয় উপমহাদেশে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা শহরে ১৯৮৪ সালে ২৪শে অক্টোবর। পরিকল্পনা: এক দশক আগে নেওয়া এই প্রকল্পটির আংশিক এবং সীমিত আকারে চালু করা হয়। তবে মতিঝিল পর্যন্ত এর বাকী অংশ আগামী বছরে শেষ করার আশা করলেও কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ মিলিয়ে প্রকল্পটি পুরোপুরি শেষ করতে ২০২৫ইং সাল পর্যন্ত লাগতে পারে। এছাড়াও বাংলাদেশ সরকার আরও বেশ কয়েকটি মেট্রো লাইন তৈরির প্রকল্প হাতে নিয়েছে। যা পুরোপুরি কার্যকর হলে ঢাকার ভয়াবহ যানজটের সমাধান হবে বলে আশা করা যায়। মেট্রোরেল এবং সাধারন ট্রেনের মধ্যে পার্থক্যঃ মেট্রো রেল এবং সাধারণ ট্রেন দুটিই যাত্রীবাহী পরিবহন। তবে কিছু পার্থক্য দেখা যায়। যেমন- ১. মেট্রো রেল নির্দিষ্ট একটি শহরেই সীমাবদ্ধ থাকে। অন্যদিকে, ট্রেন এক শহর থেকে অন্য শহর এমনকি এক দেশ থেকে অন্যদেশেও যেয়ে থাকে। যার কোন সীমাবদ্ধতা থাকে না। ২. ট্রেনের জন্য সাধারণত মাটির নিচে কিংবা এলিভেটেড ব্যাবস্থা করা হয় না। কিন্তু মেট্রো রেল এর জন্য মাটির নিচে রাস্তা বের করা অথবা এলিভেটরের ব্যাবস্থা করা হয়।



৩. সাধারণত ট্রেনের থেকে মেট্রো রেলের গতি অধিক। তবে, বর্তমানে জাপান, চীন’সহ বিশ্বের উন্নত কিছু দেশে ঘন্টায় প্রায় ২৫০ কিলমিটার বেগে চলতে সক্ষম এমন ট্রেনও দেখা যায়। ৪. মেট্রো রেল সাধারণত ৫ থেকে ৮টি বগি নিয়ে গঠিত হয়। অন্যদিকে, ট্রেনের সাথে অধিক পরিমাণে বগি সংযুক্ত করা হয়ে থাকে।
মেট্রো রেল শহরের যানজট হ্রাসের জন্য নির্মিত হয়ে থাকে।